You have reached your daily news limit

Please log in to continue


শ্রমিক যেখানে সবুজ বিপ্লবের স্বপ্নসারথি

দেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক। এই শিল্পে শ্রমিক অসন্তোষও বেশি। কর্মপরিবেশ, মজুরি প্রভৃতি নিয়ে তাদের অনেক অপ্রাপ্তির অভিযোগ। এর মধ্যেও অনেক কারখানা এ বিষয়ে ঘটিয়েছে নীরব বিপ্লব। সবুজ কারখানা বদলে দিয়েছে অতীতের সব ধারণা। উদ্যোক্তাদের চিন্তার বৈচিত্র্য, শ্রমিকদের কর্মনিষ্ঠা আর বৈশ্বিক স্বীকৃতিতে বাংলাদেশের পোশাক এখন বিশ্বের ব্র্যান্ড।

সবুজ কারখানা শুধু রপ্তানি খাতে বৈচিত্র্য আনেনি, আমূল পাল্টে দিয়েছে শ্রমিকদের জীবনমান। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব টেকসই রূপান্তরের দীর্ঘমেয়াদি সুফল পৌঁছে দিতে শুধু পরিবেশের উন্নয়ন নয়, সংস্কারের পথে সবচেয়ে বড় অংশীজন করতে হবে শ্রমিকদের। কর্মীদের লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে শিল্প। আর্থিক উন্নতি, কমপ্লায়েন্স, কারখানায় পেশাগত নিরাপত্তা বিধানেও দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে সবুজ (গ্রিন) কারখানা তৈরির কারণে বিশ্বে বাংলাদেশের পোশাকের ব্র্যান্ড তৈরি হচ্ছে। যার মাধ্যমে লাভবান হচ্ছেন মালিক-শ্রমিক দুই পক্ষই। কারখানায় বৈচিত্র্য আর ভালো কর্মপরিবেশ থাকায় মালিকরা শ্রমিকদের কাছ থেকে বেশি উৎপাদন পাচ্ছেন। শ্রমিকরাও নিরাপদ পরিবেশে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আবার বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে সবুজ কারখানায় তৈরি পোশাকের কদর বেশি থাকে। তাদের (বায়ার) থেকে অর্ডার বেশি ও ভালো দামের সুযোগ তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন