ফ্রান্স আগামী জুনেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, এ উদ্যোগের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে।
রয়টার্স জানিয়েছে, ফ্রান্স ফাইভ টেলিভিশনে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ম্যাক্রোঁ।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হতে হবে। আমি কাউকে খুশি করতে এটা করবো না, স্বীকৃতি দেবো কারণ কোনও এক সময় এটিই হবে সঠিক সিদ্ধান্ত।”
রয়টার্স লিখেছে, বিশ্বের প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ শক্তিধর পশ্চিমা দেশগুলো এখনও এই স্বীকৃতি দেয়নি।