You have reached your daily news limit

Please log in to continue


দুই দিনব্যাপী আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব

বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।

উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।

১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন