আসন্ন আইফোন ১৭ প্রো মডেলগুলোর ক্যামেরায় একটি নতুন ও আকর্ষণীয় ফিচার দেখা যাবে। বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী, মডেলগুলোতে সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একসময়ে ভিডিও রেকর্ডিং করতে পারে। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে। বিশেষত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। কারণ এটি পিকচার-ইন-পিকচার (পিআইপি) ইফেক্ট তৈরি করবে, যা ইউটিউব বা টিকটক ভিডিও তৈরিতে খুবই কার্যকরী।
গত সোমবার আইওএস ১৯ এর সম্ভাব্য ডিজাইন প্রকাশ করেছে ইউটিউবের প্রযুক্তি চ্যানেল ফ্রন্ট পেইজ। এই ভিডিওর শেষের দিকে সম্ভাব্য নতুন ফিচারের কথাও তুলে ধরা হয়েছে। এসব ফিচারের মধ্যে থাকবে ডুয়েল ভিডিও রেকর্ডিং।
ফ্রন্ট পেইজ টেক এর হোস্ট জন প্রসের এর মতে, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও রেকর্ডের সুযোগ পাওয়া যাবে। এটি এমন একটি ফিচার যা ইতিমধ্যে কিছু অ্যাপস, যেমন: স্ন্যাপচ্যাটে পাওয়া যায়। তবে এবার আইফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার পাওয়া যাবে। স্যামসাং তাদের গ্যালাক্সি এস ২১ এবং পরবর্তী মডেলগুলোতেও এই ফিচার যুক্ত করেছে।