
গোল ‘চুরি’ করে সতীর্থের কাছে ক্ষমা চাইলেন রাফিনহা
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে প্রথম গোল করেছেন রাফিনহা। বরার্ট লেওয়ানডস্কি দুটি ও লামিন ইয়ামাল শেষ গোলটি করেন।
অলিম্পিক স্টেডিয়ামে রাফিনহার গোল নিয়ে বার্সার ড্রেসিংরুমে তৈরি হয়েছে অস্বস্তির। এটি আসলে ব্রাজিলিয়ান তারকার নিজস্ব গোল ছিল কিনা, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ দাবি করেছেন, সতীর্থ পাও কুবার্সির গোল চুরি করেছেন রাফিনহা।
ম্যাচের ২৫ মিনিটে কুবার্সির শট প্রায় গোললাইন পেরিয়ে গিয়েছিল। সেই বল পা ছুঁয়ে দেন রাফিনহা। ফলে কুবার্সির পরিবর্তে স্কোরশিটে নাম লেখা হয়ে রাফিনহারই।
যদি রাফিনহা পা ছুঁয়ে না দিতেন, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে ক্যারিয়ারের প্রথমবার গোলের রেকর্ড করতে পারতেন কুবার্সি। কিন্তু ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকার স্কোরশিটে নাম লেখানো হলো না।