You have reached your daily news limit

Please log in to continue


আইপিএলে ভিন্ন রকমের প্রতিযোগিতায় তিন দলের তিন পেসার

আইপিএলে এবার প্রতিটা ডট বলের জন্য থাকছে গাছ লাগানোর ব্যবস্থা। পরিবেশের উন্নয়ন ঘটাতেই এমন উদ্যোগ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশ্য ম্যাচের মাঝেও এর গুরুত্ব কম না। টি-টোয়েন্টিতে ডট বলগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেকাংশে। বিশেষ করে পাওয়ারপ্লেতে যখন বাউন্ডারি লাইনে ফিল্ডার মোটে দুজন, তখন ডট বল করতে পারা যেন দুঃসাধ্য। 

তবে টি-টোয়েন্টি যুগে পাওয়ারপ্লে ডটবলের এই কঠিন কাজটাই বেশ সহজ করে ফেলেছেন আইপিএলের তিন দলের তিন পেসার। চলতি আসরে পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন জশ হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ এবং জফরা আর্চার। 

হ্যাজেলউড খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, গুজরাট টাইটান্সের জার্সিতে খেলছেন মোহাম্মদ সিরাজ, আর জফরা আর্চারের ঠিকানা রাজস্থান রয়্যালস। চলতি আসরে কেবল এই তিনজনই পাওয়ারপ্লেতে ৬০ শতাংশের বেশি ডটবল দিয়েছেন। পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন, এমন আর কোনো বোলারই ৫৬ শতাংশের বেশি ডট দিতে পারেননি। তিন পেসারের পরিসংখ্যানটার বড় মাহাত্ম্য এখানেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন