চরম টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে বৈশ্বিক শেয়ারবাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কী সিদ্ধান্ত নিয়ে বসেন আর তার জেরে কি–না–কি ঘটবে, এই আতঙ্ক জেঁকে বসেছে বৈশ্বিক শেয়ারবাজারে। গতকাল বুধবার রাতে (বাংলাদেশ সময়) ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত সব দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।
বিবিসির সংবাদে বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে স্বস্তির বাতাস বাইছে। আজ বৃহস্পতিবার সকালে বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাপানের নিক্কি এশিয়া সূচকের ৮ শতাংশ উত্থান হয়েছে। গতকাল মার্কিন শেয়ারবাজারের যে উত্থান হয়েছে, তাকেও ঐতিহাসিক আখ্যা দিয়েছে বিবিসি।
সেই সঙ্গে এশিয়ার অন্যান্য সূচকের মধ্যে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উত্থান হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ; সাংহাই কম্পোজিট সূচকের উত্থান হয়েছে ১ শতাংশ; হংকংয়ের হ্যাংসেং সূচকের উত্থান হয়েছে ২ দশমিক ৬ শতাংশ; তাইওয়ানের তাইয়েক্স সূচকের উত্থান হয়েছে ৯ দশমিক ২ শতাংশ ও অস্ট্রেলিয়ার এএসএক্স সূচকের উত্থান হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। গতকাল এশিয়ার বাজারের সব সূচকই ছিল নিম্নমুখী।
গতকাল মার্কিন শেয়ারবাজারে প্রধান সূচক এস অ্যান্ডপি ৫০০ সূচকের উত্থান হয়েছে ৯ দশমিক ৫ শতাংশ। আগের দিন যেভাবে বন্ডের সুদহার বেড়েছে, সেই ধারাও থেমেছে, সুদ কমেছে বন্ডের। অর্থাৎ মানুষের মধ্যে উদ্বেগ কিছুটা কমেছে। সেই সঙ্গে নিরাপদ মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময়হার বেড়েছে। অর্থাৎ বাজারের অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। সে কারণে বাজার ঘুরে দাঁড়াচ্ছে।