You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনি সামগ্রী নিয়ে মঙ্গলবার বসছে ইসি সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার মুদ্রণ, বিভিন্ন ধরনের ফরম, প্যাকেট, ম্যানুয়েল মুদ্রণ কাজ নিরুপণ ও মজুদ যাচাইয়ে সভা করতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়।

আগামী মঙ্গলবার নির্বানে ভবনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইসির অতিরিক্ত সচিবসহ বাজেট ও অর্থ, নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা, ক্রয় ও মুদ্রণ শাখার কর্মকর্তারা থাকবেন।

সভার আলোচ্যসূচিতে রয়েছে-

>>নির্বাচনি বিভিন্ন ধরনের কাগজপত্র কেনা, সংগ্রহ ও সংরক্ষণ;

>>নির্বাচনী সামগ্রির মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়;

>>আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ;

>>স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা;

>>সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও বিবিধ।

জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “বিজি প্রেসের সঙ্গে আমাদের একটা সভা হবে। নির্বাচনি সামগ্রীর কত কাগজ মজুদ রয়েছে, সেগুলো কীভাবে সংরক্ষণ করা হবে এবং সামনের জন্য কী চাহিদা থাকতে পারে, সে বিষয়গুলো আলোচনা হবে।”

ডিসেম্বরে ভোট ধরে খসড়া কর্মপরিকল্পনা করেছে ইসি সচিবালয়; কমিশনের অনুমোদন পেলেই কাজের বাস্তবায়নসূচি প্রকাশ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন