
কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছেন না মানুষ
গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলায় বিপুল সেবাপ্রার্থী থাকলেও সেই তুলনায় নেই সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড অফিস ও জনবল। অফিস-জনবলের সংকটে কাঙ্ক্ষিত ভূমিসেবা পাচ্ছেন না স্থানীয়রা। এ কারণে ভীষণ ব্যাহত হচ্ছে রাজস্ব আহরণও।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলা ও মহানগরী এলাকায় প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। সিটি করপোরেশন জনসংখ্যার ঘনত্ব ও আয়তনের কারণে সেবার মান বাড়াতে মহানগরী এলাকাকে ৮টি আঞ্চলিক কার্যালয়ে ভাগ করে সেবা দেওয়া হচ্ছে। ভূমি রেজিস্ট্রেশন সেবা দিতে মহানগরী ও সদর উপজেলায় ৩টি সাবরেজিস্ট্রি অফিস রয়েছে। এসবের মধ্যে গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে প্রায় ১ হাজার ২০০, সদর দ্বিতীয় যুগ্ম সাবরেজিস্ট্রার কার্যালয়ে ১ হাজার ২৫০ এবং টঙ্গী সাবরেজিস্ট্রার কার্যালয়ে ২ হাজারের বেশি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে।
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বিশাল এই জনগোষ্ঠীকে ভূমিসেবা দেওয়ার জন্য এসি ল্যান্ড অফিস রয়েছে মাত্র দুটি (গাজীপুর সদর ভূমি অফিস ও টঙ্গী রাজস্ব সার্কেল অফিস)।
স্থানীয়দের দাবি, দুটি এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিস ও স্বল্প জনবল দিয়ে লাখ লাখ মানুষকে সেবা দেওয়া কঠিন কাজ। এ কারণে জমির নামজারি, জমা ভাগ, খাজনা আদায়, বিবিধ মামলা (মিস কেস) নিষ্পত্তি, নতুন পরচা তৈরির জন্য তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাপ্রার্থীদের। তাঁরা এসি ল্যান্ড অফিস ও জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন।