আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় নিহত আরও ৩৫

জাগো নিউজ ২৪ গাজা প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪২

গাজা সিটির শুজাইয়া শহরের আবাসিক ভবনগুলোতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫৫ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।


শুজাইয়া শহরে হামলার প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানে ইসরায়েলি বাহিনী বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালাচ্ছে।আহতদের চিকিৎসায় রক্তদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।


ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালিয়েছে।


এর আগে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরও ২১৩ জন। পুরো গাজাজুড়েই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও