ভারতীয় মাতাল যাত্রীর কাণ্ড, সহযাত্রীর শরীরে করলেন মূত্রত্যাগ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ২১:১৪

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে মাতাল যাত্রীর কাণ্ড ঘিরে তোলপাড় তৈরি হয়েছে। মদ্যপ এক যাত্রী বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করে দিয়েছেন বলে অভিযোগ ঘিরে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছে ভারতে। আর যে যাত্রীর বিরুদ্ধে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করার অভিযোগ উঠেছে তিনি ভারতীয় নাগরিক।


বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া মদ্যপ ওই যাত্রীর এমন কাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন পরিস্থিতিতে ভারতীয় মদ্যপ ওই নাগরিক সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি এয়ার ইন্ডিয়া।


এনডিটিভি বলেছে, এয়ার ইন্ডিয়ার এআই-২৩৩৬ ফ্লাইটে ছিলেন ওই মদ্যপ যাত্রী। তিনি ফ্লাইটের সহযাত্রী একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের শরীরে মূত্রত্যাগ করে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও