
স্বাধীনতা কনসার্টে গাইবেন না আসিফ
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে রাজধানীর ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পবিত্র রমজান মাসে এ বছরের স্বাধীনতা দিবস পড়ায় কনসার্টটি ১১ এপ্রিল করার ঘোষণা দেয় সংগঠনটি। তবে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ১১ এপ্রিলের পরিবর্তে একদিন পেছিয়ে ১২ এপ্রিল কনসার্ট আয়োজনের কথা জানায় আয়োজকরা। এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও স্থগিত করা হয় আয়োজনটি।
এ ঘোষণার পরই কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে আসিফ লেখেন, ‘এই দেশ নয়, ওই দেশ নয়; শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যালেস্টাইনে বেদনাবিধুর পরিণতির কারণে ১১ এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়েছিল। গতকাল (পরশু) উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় লক্ষ করেছি, যেকোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী-মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি। সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্য আশা জাগানিয়া একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হওয়ার কারণে শিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, স্টেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবার নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যক্ষ করল। কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল, তারাও বঞ্চিত হলো।’