‘আমারো উৎসাহের প্রয়োজন হয়’, সালমান কি ক্লান্ত?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৪

মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে শুটিং-বলিউডি অভিনেতা সালমান খান এই তিন ঘটনাকে সঙ্গে করে তার ঈদের সিনেমা ‘সিকান্দার’ নিয়ে আসেন দর্শকদের জন্য। মুক্তির পর সেটি আশানুরূপ ব্যবসা করতে না পারায়, সালমান কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন তার সহকর্মীদের আচরণে।


নিউজ ১৮ লিখেছে, এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ এসেছে।


সেখানে সালমানের কাছে প্রশ্ন ছিল অন্যান্যদের সিনেমা মুক্তির আগে সালমান যেভাবে উৎসাহ দেন, এবারে তার পাশে সেভাবে কাউকে দেখা যায়নি কেন?


সালমান বলেন, “সবাই হয়ত ভাবে, আমার সিনেমার জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবারই উৎসাহের দরকার পড়ে।”


এ কথা বলার সময় সালমানকে ‘বিধ্বস্ত ও ক্লান্ত’ দেখাচ্ছিল।


কেউ কেউ মনে করছেন প্রচার ঘাটতির কারণে ‘সিকান্দার’ ব্যবসায়িভাবে পিছিয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও