
ঈদের ছুটিতে ৯৯৯-এ ভুয়া কলই ছিল লাখের বেশি
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা সাইদ খান (৩৫)। ঈদে পরার জন্য কানাইপুর বাজারের জুতাপট্টি এলাকার রহমত সু-স্টোর থেকে একজোড়া জুতা কেনেন ২৯ মার্চ। রাত আটটার দিকে তিনি ওই জুতা বদলাতে গেলে দোকানদার রহমতের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার সাইদকে মারধর করেন। এর জেরে সাইদ রাত সাড়ে ৮টার দিকে তার লোকজন নিয়ে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়।
এর মধ্যে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হন সাতজন।
চাঁদরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দোকানের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা রাখা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া (মধু) ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আনার মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩৯ জন আহত হন। পরে ৯৯৯-এ খবর পেয়ে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।