ভারতের শেয়ার বাজারে ধস, রেহাই পায়নি টাটা-আম্বানির শেয়ারও

যুগান্তর ভারত প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ২১:০৮

ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে রেহাই পায়নি প্রায় কোনও সংস্থাই। এই তালিকায় রয়েছে আদানি, আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীর অন্তর্গত কোম্পানির শেয়ারও।


শেয়ার বাজারে অস্থিরতার কারণে ‘ম্যাসিভ সেল অফ’ বা সর্বাত্মক শেয়ার বিক্রি হতে থাকে। অর্থাৎ লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করতে থাকেন। ফলে সোমবার সর্বাত্মকভাবে ধসে পড়ে শেয়ার বাজার।


ভারতে ছবিটা অবশ্য মঙ্গলবার একটু অন্যরকম, আগের তুলনায় ভালো। তবে সোমবারের চিত্রটা ইতোমধ্যে আশঙ্কার জন্ম দিয়েছে।


‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’-এর ‘নিফটি’-তে (ভারতীয় স্টক মার্কেট সূচক) সোয়া তিন শতাংশ পতন লক্ষ্য করা যায় সোমবার। ওই একইদিনে প্রায় তিন শতাংশ পতন দেখা যায় ‘সেনসেক্সে’-এ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও