জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন: আলী রিয়াজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৩২

রাজনৈতিক দলগুলোর মতামত ও জনমতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রকাশ করতে যাচ্ছে, তার আলোকেই আগামী সংসদ নির্বাচন হওয়ার কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।


জাতীয় সংসদের এলডি হলে মঙ্গলবার বিকালে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “স্বাধীনতা উত্তর এই প্রথমবারের মত আমরা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণের একটা পথ-পদ্ধতি তৈরি করেছি। এটা সম্ভব হয়েছে এ দেশের গণমানুষের সংগ্রামের কারণে ও রাজনৈতিক দলের জন্য, যার অন্যতম অংশীদার নাগরিক ঐক্য।


“আমরা আশা করছি এই প্রক্রিয়াটা (আলোচনার) অব্যাহত রাখার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারব, যেখানে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ জুলাই ১৪ তারিখ পর্যন্ত, আমরা এর মধ্যেই কাজ সম্পন্ন করতে চাই। এর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ, যাতে আগামীর বাংলাদেশের একটি পথরেখা তৈরি হয়। এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে।”


আলী রিয়াজ বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের একটা বড় রকমের ভূমিকা থাকবে। জাতীয় সনদের একটা বড় রকমের ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। আমরা পথ খুঁজছি যাতে করে আমাদের লক্ষ্যগুলো অর্জনের পথ আমরা সুনির্দিষ্ট করতে পারি। একত্রে অগ্রসর হতে পারি, ঐক্যের মধ্য দিয়ে আমরা অগ্রসর হতে পারি।”


মঙ্গলবার বিকাল ৩টার পর নাগরিক ঐক্যর সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপু নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধিদল সেখানে অংশ নেয়।


আলোচনায় জিল্লুর চৌধুরী দীপু বলেন, “স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষের স্বাধীনতার আর গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এগুলো শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চুয়ান্ন বছর পার হওয়ার পরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার সে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা যুগান্তকারী পদক্ষেপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও