কালো রঙের প্লাস্টিক দেহের জন্য ক্ষতিকর কেন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:২৩

বাড়ি, অফিস কিংবা অনেক রেস্তোরাঁয় যেকোনো খাবার প্যাকেট করার ক্ষেত্রে অনেকেই প্লাস্টিক ব্যবহার করে থাকেন। কিন্তু এই প্লাস্টিক হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।


বর্তমান সময়ে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্লাস্টিক। পরিবেশদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকির কারণ এই প্লাস্টিক।

দেশে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সরকার কঠোর হলেও খুব একটা লাভ হচ্ছে না। তবে বর্তমানে প্লাস্টিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আগের তুলনায় মানুষ অনেক বেশি সচেতন।


অনেকেই বাজার থেকে মাছ, মাংস কিংবা সবজি কালো প্লাস্টিকে করে নিয়ে আসেন। আবার কেউ বাড়ির খাবার কালো পাত্রে পরিবেশন করেন। তবে এবার সাবধান হওয়া দরকার।


কালো রঙের প্লাস্টিকে হতে পারে সব থেকে ক্ষতি। সম্ভব হলে এখনই বন্ধ করুন কালো রঙের প্লাস্টিকের সব রকম ব্যবহার। এর মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো মানবদেহ ও পরিবেশে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও