
ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭
ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।
উপজেলার জোয়াইড় বাখুন্ডা এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
নিহতরা হলেন- মো. জোয়ার সরদার (৫৮), ছেলে ইমান সরদার (৩৫), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)।
স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।