
কেউ কেউ অধ্যাপক ইউনূসকে জোর করে ৫ বছর ক্ষমতায় রাখতে চান: মাহমুদুর রহমান মান্না
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, খুবই নির্মোহভাবে কাজ করছেন মুহাম্মদ ইউনূস। তাঁর মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাঁকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে।
মান্না বলেছেন, ‘কেউ কেউ দেখছি অধ্যাপক ইউনূসকে জোর করে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন?’
‘জনশক্তি সভা’র আয়োজনে ‘রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মান্না। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয়।
মাহমুদুর রহমান বলেন, ‘ড. ইউনূস তাঁর সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কীভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কী করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কীভাবে? এ জন্য বলি, ড. ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার।’