ল্যান্ডমাইন খুঁজে মানুষের জীবন বাঁচায় রনিন

কালের কণ্ঠ কম্বোডিয়া প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪২

ইঁদুরটির নাম রনিন। দেখতে আর পাঁচটা ইঁদুরের থেকে একটু আলাদা। আকারে অন্যদের তুলনায় খানিকটা বড়। ইঁদুরটির বয়স পাঁচ বছর।


এই বয়সে কম্বোডিয়ায় শতাধিক ল্যান্ডমাইন এবং অন্যান্য অবিস্ফোরিত অস্ত্র শনাক্ত করে বিশ্বরেকর্ড গড়েছে রনিন নামের একটি ইঁদুর।


ইঁদুরের সব সময় ভালো খ্যাতি থাকে না, কিন্তু রানিনের গন্ধের তীব্র অনুভূতি আছে। রনিন লুকানো  ল্যান্ডমাইন বিস্ফোরক শুঁকে বের করে। তাকে একটি গ্রিড প্যাটার্নের মধ্যে পদ্ধতিগতভাবে কাজ করার এবং মাটিতে আঁচড় দিয়ে ল্যান্ডমাইন চিহ্নিত করার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে আফ্রিকান দৈত্যাকার থলিযুক্ত ইঁদুরটি মোট ১০৯টি ল্যান্ডমাইন এবং ১৫টি অবিস্ফোরিত অস্ত্র শনাক্ত করেছে। গত শুক্রবার বেলজিয়ামের অলাভজনক সংস্থা এপিওপিও এ কথা জানিয়েছে।


তানজানিয়ায় জন্মগ্রহণকারী পাঁচ বছর বয়সী রনিন গড় পোষা ইঁদুরের চেয়ে অনেক বড়। এপিওপিও অনুসারে, ইঁদুরটি দুই ফুটেরও বেশি লম্বা (প্রায় একটি বিড়ালের দৈর্ঘ্য) এবং ওজন ২.৬ পাউন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে