
বৈষম্যবিরোধীর যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ
যুগান্তর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।
রিজভীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রিজভী বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের লোকদের নিয়ে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে শোকজ করা হয়েছে।’