বারবার কনকাশনের জ্বালায় ক্রিকেটই ছেড়ে দিলেন সেই পুকোভস্কি

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০২

উইলিয়াম পুকোভস্কি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন স্রেফ এক টেস্ট। অথচ ক্রিকেট বিশ্বে বারবার খবরে এসেছে তার নাম। সেটা ক্রিকেটীয় কীর্তির জন্য নয়। বারবার বিচিত্রভাবে খেলার মাঠে মাথায় আঘাত পেতেন তিনি। এক পর্যায়ে সেটা এতই অসহনীয় পর্যায়ে উঠল যে খেলাই  ছেড়ে দিলেন মাত্র ২৭ বছর বয়সে! শুনলে অবাক লাগতে পারে ক্রিকেট ক্যারিয়ারে মোট ১৩ বার কনকাশনে ভুগেছেন তিনি!


ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ২৭ পেরুনো পুকোভস্কি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এখন তিনি যোগ দেবেন  কোচিংয়ে।


বারবার কনকাশনের কারণে তিনি এখনও 'ভয়ঙ্কর' উপসর্গে ভুগছেন। আর সেই কারণেই খেলা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি,  'আমি আর ক্রিকেট খেলব না। সহজভাবে বলতে গেলে, এটি একটি সত্যিই কঠিন বছর ছিল। সহজ বার্তা হল, আমি আর কোনো স্তরেই খেলব না।'


ভিক্টোরিয়ার এই খেলোয়াড় সর্বশেষ ২০২৪ সালের মার্চ মাসে শেফিল্ড শিল্ডে খেলেছেন, সেই ম্যাচে তাসমানিয়ার বিরুদ্ধে রাইলি মেরেডিথের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর আর খেলায় ফিরতে পারেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও