
আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৬
কাজের মধ্যে হঠাৎ পুরো স্ক্রিন নীল হয়ে গেল। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ দৃশ্য যেন এক আতঙ্ক। এই ব্যাপারটিকে বলা হয়ে থাকে ‘দ্য ব্লু স্ক্রিন অব ডেথ’।
এবার বদলে যাচ্ছে এই রঙের আতঙ্ক। মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে বদলে দেওয়া হবে এই পরিস্থিতিতে স্ক্রিনের রং। এতদিনের চেনা নীল রঙের আতঙ্ক থেকে ব্যবহারকারীদের রেহাই দিতেই এমন সিদ্ধান্ত।
জানা যাচ্ছে, এখন থেকে উইন্ডোজ ১১-এ এমন পরিস্থিতি হলে দেখা যাবে স্ক্রিন সবুজ রঙের হয়ে গেছে। মাইক্রোসফটের দাবি, এর ফলে ইউজাররা শান্ত থাকবেন এবং দ্রুত উৎপাদনশীলতাতেও ফিরতে পারবেন।
কেবল সবুজ নয়, শোনা যাচ্ছে মাইক্রোসফট সম্ভবত কালো রংও ব্যবহার করবে। যদিও ‘মৃত্যুর কালো পর্দা’য় নীলের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং নেই। তবে আধুনিক উইন্ডোজ ডিজাইনের পরিষ্কার এবং ন্যূনতম নান্দনিকতাকে তা আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- উইন্ডোজ ১১