
‘নতুন বলে কেউ আমার গায়ে পড়ে আসবে?’
বিচারপতি হেমা কমিটির প্রতিবেদন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির শোষণ আর বৈষম্যের ভয়ংকর ছবি সামনে এনেছিল। এর পর থেকে অনেক অভিনয়শিল্পী শুটিংয়ে তাঁদের বিরূপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এবার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ দিয়ে পরিচিতি পাওয়া শালিনী পান্ডে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
শালিনী পান্ডে জানান, একটি দক্ষিণি সিনেমার শুটিং চলাকালীন পরিচালক বিনা অনুমতিতে তাঁর ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন, যখন তিনি পোশাক বদলাচ্ছিলেন! শালিনী বললেন, ‘আমি একেবারে ফিল্মি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ ছিলাম। কেউ গাইড করার ছিল না, কিছু জানতাম না। তখন বুঝতে শিখেছিলাম, নিজেকে রক্ষা না করলে, কেউ এসে আমাকে বাঁচাবে না!’
এই শিক্ষাই তাঁকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন! ‘দক্ষিণি একটি ছবির শুটিং চলছিল। হঠাৎই পরিচালক আমার ভ্যানিটি ভ্যানের দরজা ঠেলে ঢুকে পড়েন, কোনো নক না করেই! আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম!