
ঢাকায় কমেছে বায়ুদূষণ, শীর্ষে কাঠমান্ডু
রাজধানী ঢাকার বাতাসের বেশ উন্নতি হয়েছে আজ। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৩০-এ নেই ঢাকা। আজ মঙ্গলবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) বেলা ৯টা রেকর্ড অনুযায়ী, রাজধানী শহরের বায়ুমান ৭৫, যা সহনীয় পর্যায়ের বাতাস। আজ ঢাকার অবস্থান ৩৫তম। গতকাল সোমবারও সহনীয় পর্যায়েই ছিল ঢাকার বাতাস। গতকাল ৯৩ বায়ুমান নিয়ে ১৯তম অবস্থানে ছিল ঢাকা।
আজ বায়ুদূষণে শীর্ষে আছে নেপালের কাঠমান্ডু। শহরটি বায়ুমান ২৬১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। বিশ্বজুড়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো যথাক্রমে— ভারতের দিল্লি (১৮৪), ভিয়েতনামের হ্যানয় (১৭৯), পাকিস্তানের লাহোর (১৭৯) ও মিয়ানমারের ইয়াংঙ্গুন (১৫৬)।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।