You have reached your daily news limit

Please log in to continue


নাম নিয়ে এখনো সংশয়, ‘মঙ্গল শোভাযাত্রা’ এবার কেমন হবে?

বিতর্ক আর আলোচনা-সমালোচনা সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি।

আয়োজন সংশ্লিষ্টরা বলছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের মঙ্গল শোভাযাত্রা।

অন্যদিকে চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা এবারের বৈশাখের আয়োজনকে ‘স্বজনপ্রীতিদুষ্ট ও দেশের পরিবর্তনকালীন সময়ে রাজনৈতিক স্বার্থান্বেষী’ আখ্যায়িত করে চারুকলার এই আয়োজন বর্জনের ঘোষণা দিয়েছেন।

ফলে মঙ্গল শোভাযাত্রা কতটা সফল হবে, তা নিয়ে সন্দিহান কেউ কেউ। চারুকলার রীতি অনুযায়ী এবারের মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল অবশ্য বলছেন, “আনন্দঘন পরিবেশে এবারও বাংলা নতুন বছরকে বরণ করা হবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই চারুকলার শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অনেক গুণী শিল্পীও যুক্ত হয়েছেন মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে। পুরোদমে চলছে প্রস্তুতির কাজ।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন