আরও ১০০ পণ্য শুল্কমুক্ত করাসহ যুক্তরাষ্ট্রকে যেসব সুবিধা দিতে চায় বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ২২:৩৬

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার ও পারস্পরিক শুল্ক ভারসাম্য তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান শুল্কবৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে। চিঠিতে বর্তমান শুল্ক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে শুল্কমুক্ত পণ্যের তালিকা সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর নানা প্রস্তাবও দেওয়া হয়েছে।


আজ সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কর্তৃক পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে সব বাংলাদেশি রপ্তানিপণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। অথচ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ হারে শুল্ক আদায় করছে।


বিশেষভাবে কাঁচা তুলা ও লোহার স্ক্র্যাপের মতো পণ্যে শুল্কহার যথাক্রমে ০ শতাংশ ও ১ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তুলা আমদানিকারক দেশ, যা দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও