বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ২২:২৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৬৪ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।


সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দলটি উল্লেখ করে, ‘দেশের মানুষ ড. ইউনূস সরকারের (অন্তর্বর্তী সরকারের) হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের সেই মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছে।’


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ‘ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতা দখলের পর রাষ্ট্রের সব পর্যায়ে দখলদারিত্ব কায়েম করেছে। নিজেদের আজ্ঞাবহ দাসদের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ জারি রেখেছে। সম্পূর্ণভাবে বলপ্রয়োগ করে বেআইনিভাবে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও