
দুই কক্ষের সংসদে আপত্তি এবি পার্টির
এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া ঠেকাতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। উচ্চকক্ষের ধরন নিয়ে চিন্তা ভিন্ন হলেও মূল প্রস্তাবে একমত বিএনপি, জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল। কিন্তু দ্বিমত প্রকাশ করেছে এবি পার্টি। দলটি মনে করে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উপযোগী রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে হয়নি। সেই সঙ্গে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলটি।
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে গত ১৭ মার্চ মতামত জমা দেয় এবি পার্টি। দলটি সংবিধান সংস্কার কমিশনের ৭০টি প্রস্তাবের মধ্যে ৪২টিতে একমত হয়েছে, ১৬টি প্রস্তাবে দ্বিমত এবং ১২টিতে আংশিকভাবে একমত প্রকাশ করেছে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের ইংরেজি পরিভাষা ‘প্লুরালিজম’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে এবি পার্টি।
এবি পার্টির মতামত নিয়ে আজ সোমবার দলটির সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করেছে কমিশন।
প্রথম ধাপে ঈদের আগে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ঈদের ছুটির পর আজ বেলা ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এবি পার্টির সঙ্গে আলোচনায় বসবেন কমিশনের সদস্যরা।