
প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের ছয় দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। মামলাগুলোর তদন্ত শেষে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। মামলাগুলো বিচারের জন্য আদালতও যথাযথ প্রস্তুতি নিয়েছেন।
আদালত সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬০ কাঠা প্লট বরাদ্দের মামলাগুলোর তদন্ত শেষ করে দুদক ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেছে। এর মধ্যে ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল দুটি এবং ১৫ এপ্রিল তিনটি মামলার চার্জশিট আদালতে তোলা হবে। আদালত চার্জশিট আমলে নিলেই মামলাগুলোয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হবে।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম যুগান্তরকে বলেন, তদন্তে যেসব মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর আদালত তা গ্রহণ করলে আসামি পলাতক থাকলেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আসামিকে গ্রেফতার করা গেল কি না, পরবর্তী সময়ে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে পুলিশ। এরপর আদালত চার্জশিট গ্রহণ করবেন। আর চার্জশিট গ্রহণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।