বিনিয়োগ সম্মেলন: তাৎক্ষণিক না হলেও ভবিষ্যতে বাড়বে বিনিয়োগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১২

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে। এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী অংশ নেবেন। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে যাদের বার্ষিক রাজস্ব আয় বাংলাদেশের মোট জিডিপির কাছাকাছি।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে বড় বড় বিনিয়োগকারীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল থেকে শুরু হওয়া চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন।


ফলে এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও