
আমানতের চেয়ে বেশি ঋণ দিয়ে ভুগছে ৭ ব্যাংক, সীমা মানেনি ১৬টি
মাসের পর মাস আগ্রাসী ঋণ বিতরণের জের টানছে দেশের ১৬টি ব্যাংক; রাষ্ট্রয়াত্ত ও বেসরকারি এসব ব্যাংক আমানতের বিপরীতে নির্ধারিত সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে, যা আদায় করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে।
এরমধ্যে সাতটি আমানতের চেয়ে বেশি ঋণ বিতরণ করে এখন ধুঁকছে, যেসব ব্যাংকের মধ্যে ছয়টির পর্ষদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অপরটির পর্ষদও আগের সরকারের সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবির প্রতাপশালী এক নেতার নিয়ন্ত্রণে ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি ঋণ দেওয়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে। সেসব ঋণ ঠিকমত আদায় না হওয়ায় আমানত ফিরে পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে ঝুঁকিও তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর শেষে ১৬টি ব্যাংকের অগ্রিম আমানত হারের (এডিআর) নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়ার এসব তথ্য শনাক্ত করেছে। এ তালিকায় দেখা যায়, সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত ঋণ দিয়েছে একটি ব্যাংক। এটিসহ সাতটি ব্যাংক ১০০ শতাংশের বেশি অর্থ্যাৎ ব্যাংকের মোট যে আমানত তার চেয়ে বেশি ঋণ দিয়েছে।