
ট্রাম্পের শুল্কনীতি : ক্রয়াদেশ স্থগিতের নির্দেশনা আসছে
পণ্য আমদানিতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে বাংলাদেশকে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক গুনতে হবে; যা এতদিন ছিল গড়ে ১৫ শতাংশ। যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশের নতুন পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে।
পোশাক খাতের একাধিক শীর্ষ রপ্তানিকারক ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।
তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড প্রতিষ্ঠান ওয়ালমার্ট, পিভিএইচ ও লেভি'স বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের আগের ক্রয়াদেশে দেওয়া নতুন পণ্য উৎপাদন বন্ধ রাখতে বলছে। ট্রাম্পের নতুন আমদানি শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করতে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। তবে, এখন পর্যন্ত সরাসরি ক্রয়াদেশ বাতিল করেনি কেউ। এ ছাড়া, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাকের চালান ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।