
স্বস্তি ফিরছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:০৬
গত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাটা পড়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে। প্রভাব পড়ে শোবিজ ইন্ডাস্ট্রিতেও। ভিসা জটিলতায় অনেক সিনেমার কাজ স্থগিত হয়ে যায়, সিনেমাও হাতছাড়া হয় অনেক শিল্পীর। দুই ইন্ডাস্ট্রিতেই শঙ্কার মেঘ দেখা দিয়েছিল। তবে এই রোজার ঈদে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘দাগি’র মাধ্যমে আবারও যৌথ প্রযোজনায় স্বস্তি ফিরতে শুরু করেছে।
স্বাধীনতার কয়েক বছর পর শুরু হয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ। ২০১০ সালের পর যখন ঢাকাই সিনেমা দর্শকখরায় ভুগছিল, তখন একমাত্র আশার আলো হয়ে দেখা দিয়েছিল যৌথ প্রযোজনা। ‘শিকারি’, ‘নবাব’, ‘বাদশা’ ও ‘বস ২’ সিনেমাগুলো দারুণ ব্যবসা করার পরও নানা অনিয়ম, অভিযোগ আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে থেমে যায় যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ।