
‘অনিরাপদ’ কিংস অ্যারেনায় মোহামেডানের ম্যাচ, আবার চিঠি বাফুফেকে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:১৮
গত বছর ২২ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপে এগিয়ে থেকে হেরে যাওয়ার পর ভেন্যু নিয়ে অভিযোগ করেছিল মোহামেডান। ম্যাচের ৬১ মিনিটে বসুন্ধরা কিংসের দর্শকরা গ্যালারি থেকে মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে খেলা বন্ধ ছিল ২০ মিনিটের মতো। ওই সময় পর্যন্ত মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা শুরুর পর তিনটি গোল করে কিংস ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় ঘরোয়া ফুটবলের নতুন এই টুর্নামেন্টে।
ম্যাচের পরই মোহামেডান কোচ আলফাজ আহমেদ অভিযোগ করেছিলেন, স্মোক ফ্লেয়ার নিক্ষেপের কারণে তার দলের খেলার ছন্দপতন হয়। দর্শকদের ওই উচ্ছৃঙ্খলতার জন্যই তারা হেরে গেছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে মোহামেডান অফিসিয়ালি বাফুফেকে চিঠি দিয়ে ওই ম্যাচের মাঝে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে কিংসের দর্শকদের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার বিষয়টি অবহিত করে।