You have reached your daily news limit

Please log in to continue


‘লাপাতা লেডিজ’-এ গল্প চুরির অভিযোগ, মুখ খুললেন লেখক

২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা ‘লাপাতা লেডিজ’ এর গল্প চুরি করে নির্মাণ করা হয়েছে কি না- এ নিয়ে নানা বিতর্ক। যে সিনেমা অস্কার দৌড়ে যোগ দিয়েছিল, সেই ছবির বিরুদ্ধেই গল্প চুরির অভিযোগ। এর ফলে প্রশ্নের মুখে প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও। এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির গল্পের লেখক বিপ্লব গোস্বামী।

গত শনিবার সামাজিক মাধ্যমে লেখক বিপ্লব গোস্বামী একটি পোস্ট করে ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পুরো ঘটনার প্রতিবাদ করে লেখক লিখেছেন, ‘২০১৪ সালে স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে আমি ‘লাপাতা লেডিজ’-এর গল্প জমা দিয়েছিলাম। সেইসময় মধ্যপ্রাচ্যের ছবিটি তৈরি হয়নি। সেই মূল কাহিনি থেকেই ২০১৮ সালে পূর্ণ দৈর্ঘ্যের ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রাথমিক অবস্থায় নাম ছিল ‘টু ব্রাইডস’। এমনকি চিত্রনাট্যটি সিনেস্তান স্টোরিটেলার্স প্রতিযোগিতায় বিজয়ী হয় ওই বছরই।’ 

পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘সাহিত্যে ছদ্মবেশ ও পরিচয় বিভ্রান্তি নিয়ে অসংখ্য রচনা রয়েছে। উইলিয়াম শেক্সপিয়র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত একাধিক বিশ্ববিখ্যাত সাহিত্যিক এই বিষয়টি নিয়ে তাদের সাহিত্য সৃষ্টি করে গেছেন। তাদের দেখানো পথেই আমি হেঁটেছি। লাপাতা লেডিজ-এর ক্ষেত্রেও এই বিষয় অবলম্বনেই কাহিনি রচনা করেছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন