
ইসরায়েলকে প্রযুক্তি: ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তোপের মুখে মাইক্রোসফট এআই সিইও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩
ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি সরবরাহের জন্য ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে কর্মীদের তোপের মুখে পড়েছে মাইক্রোসফট।
সফটওয়্যার জায়ান্টটির এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তৃতা দেওয়ার মাঝেই ফিলিস্তিনিপন্থি দুই কর্মী এ প্রতিবাদ জানান।
আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে শুক্রবার ওই অনুষ্ঠানে ওই দুই কর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তারা ইসরায়েলি বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহের প্রতিবাদ জানাতে এআই সিইও মুস্তাফা সুলেমানের বক্তৃতা দেওয়ার সময়কে বেছে নেন।