
আঙুল দিয়ে বিশেষ ভঙ্গি করে ৯০ লাখ টাকা জরিমানা
প্রথম আলো
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:১২
বন্দুকের প্রতি হয়তো তাঁর অন্য রকম একটা টান আছে। আর না হলে বারবার বন্দুকের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে কি নিষিদ্ধ হন জা মোরান্ট! শুধু কি তাই, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) এই তারকা খেলোয়াড় আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে জরিমানাও গুনেছেন।
এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের খেলোয়াড়কে ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার এক বাস্কেটবল ম্যাচে দুবার তিনি আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণেই এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে এনবিএ।