
সুনামগঞ্জে বিএনপির ১৬টি কমিটি বাতিলের দাবি
সুনামগঞ্জে বিএনপির ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আহ্বায়ক কমিটি বাতিলের দাবি উঠেছে। ‘বিএনপির ত্যাগী নির্যাতিত তৃণমূল নেতৃবৃন্দ’–এর ব্যানারে আজ শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। লিখিত বক্তব্যে বলা হয়, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের বোকা বানিয়ে এবং কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে গত বছরের ৪ নভেম্বর ৩২ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবি ওঠে। এরপর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে শাখা কমিটি গঠনের আশ্বাস দেন। কিন্তু এটি হয়নি। কমিটিগুলো হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। গত ২৫ ফেব্রুয়ারি জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১ জন আহ্বায়ক, ৪ জন করে যুগ্ম আহ্বায়কসহ প্রতিটি কমিটিতে ২১ জন সদস্য আছেন।