বার্ড ফ্লু পোলট্রি শিল্প ও জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

ঢাকা পোষ্ট কবিরুল বাশার প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:২৬

বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Avian Influenza) একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা প্রধানত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি পোলট্রি শিল্পের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে এবং কখনো কখনো মানুষসহ অন্যান্য প্রাণীতে সংক্রমিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে বার্ড ফ্লু সংক্রমণ বেড়ে চলেছে, যা পোলট্রি খামারিদের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক।


২০২৫ সালের মার্চ মাসে যশোর জেলার একটি মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। আক্রান্ত খামারে প্রায় ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে এবং বাকি মুরগিগুলো সতর্কতামূলকভাবে মেরে ফেলা হয়েছে। ২০১৮ সালের পর এটিই প্রথম বাংলাদেশে বড় আকারে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা।


এই সংক্রমণের ফলে পোলট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) সরকারের সহায়তা চেয়ে অনুরোধ জানিয়েছে এবং খামারিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।


বার্ড ফ্লু কী?


বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত রোগ যা ‘ইনফ্লুয়েঞ্জা এ’ (Influenza A) ভাইরাস দ্বারা সৃষ্ট। এটি প্রধানত বন্য এবং গৃহপালিত পাখিদের মধ্যে ছড়ায়। এই ভাইরাসের বিভিন্ন স্ট্রেইন (উপপ্রকার বা ধরন) রয়েছে, তবে সবচেয়ে বিপজ্জনক স্ট্রেইন হলো H5N1 এবং H7N9, যা মানুষের জন্য মারাত্মক হতে পারে।


বার্ড ফ্লুর সংক্রমণের ধরন


বন্য জলচর পাখি (যেমন হাঁস, রাজহাঁস) প্রাকৃতিকভাবে এই ভাইরাসের প্রধান বাহক এবং এদের মাধ্যমে অন্যান্য গৃহপালিত পাখিদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আক্রান্ত পাখির সংস্পর্শে এলে, দূষিত পরিবেশে থাকলে বা সংক্রমিত পাখির মাংস বা ডিম খেলে এই ভাইরাস দ্বারা মানুষও সংক্রমিত হতে পারে। মানুষ থেকে মানুষে সংক্রমণ সাধারণত বিরল, তবে কিছু ক্ষেত্রে ভাইরাস মিউটেশন হলে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে।


বাংলাদেশে বার্ড ফ্লু বিস্তারের কারণ


১. অপরিকল্পিত পোলট্রি খামার বৃদ্ধি


বাংলাদেশে বাণিজ্যিকভাবে পোলট্রি শিল্প দ্রুত সম্প্রসারিত হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে, অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা পোলট্রি খামারগুলোর অধিকাংশেরই পর্যাপ্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা নেই।


অনেক খামারেই বিশুদ্ধ পানি, নিরাপদ খাদ্য এবং পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। খামারে অসচেতনভাবে খোলামেলা পরিবেশে হাঁস-মুরগি পালন করা হয়, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বার্ড ফ্লু ভাইরাস মুরগির মলমূত্র, বাতাস ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। তাই অপরিকল্পিত খামারের কারণে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও