
Samsung Galaxy S25 Ultra নিয়ে সমালোচনার ঝড়!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:২৪
স্যামসাং প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে প্রযুক্তির নতুন চমক নিয়ে আসে। ২০২৫ সালে Galaxy S25 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Samsung Galaxy S25 Ultra নিয়ে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। তবে ফোনটি বাজারে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
চারটি রঙে বাজারে এসেছে Samsung Galaxy S25 Ultra। এগুলো হলো– টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ব্ল্যাক এবং টাইটানিয়াম হোয়াইট সিলভার। যদিও নাম শুনে মনে হতে পারে দারুণ ভিন্নতা রয়েছে। বাস্তবে এই রঙগুলো অনেকটাই ম্লান এবং কাছাকাছি রকমের। অনেক ব্যবহারকারী বলছেন, হাতে নিয়ে বুঝতেই কষ্ট হচ্ছে কোনটা কোন রঙ।
সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রেতাই প্রশ্ন তুলেছেন– “এত দামি ফোন কিনে যদি রঙেই বিশেষত্ব না থাকে, তাহলে আলাদা করে আলট্রা কেনার মানে কী?”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে