কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক নিহত

বিডি নিউজ ২৪ কানাডা প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:১৭

কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে।


শনিবার সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।


এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, বলেছে তারা।


ঘটনার বিস্তারিত না জানালেও ভারতীয় দূতাবাস বলেছে, তারা নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।


“ছুরিকাঘাতের কারণে অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে আমরা স্থানীয় একটি সমিতির মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি,” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে কানাডার ভারতীয় দূতাবাস।


উত্তর আমেরিকার দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে শনিবার সকালে ক্লারেন্স-রকল্যান্ড এলাকায় এক ব্যক্তির মৃত্যু ও আরেকজনকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস যে ঘটনার কথা বলছে সেটি আর ক্লারেন্স-রকল্যান্ডের ঘটনা একই কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও