আউট না হলেও কেন তুলে নেওয়া হলো তিলাক ভার্মাকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:১৫

তিলাক ভার্মা আউট হননি। চোটও পাননি। তার পরও ক্রিজ ছেড়ে গেলে শেষের আগের ওভারে। তার নাম লেখা হয়ে গেল অনাকাঙ্ক্ষিত এক ধরনের আউটের রেকর্ডে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের এমন বিদায় বেশ আলোচনার খোরাক জোগাল। ম্যাচের পর সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করলেন মুম্বাইয়ের কোচ মাহেলা জায়াওয়ার্দেনে ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া।


আইপিএলে শুক্রবার লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাইয়ের রান তাড়ার শেষ সময়ের ঘটনা এটি। শেষ দুই ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শার্দুল ঠাকুরের বলে প্রথম পাঁচ ডেলিভারিতে কেবল পাঁচটি সিঙ্গেল নিতে পারেন দুই ব্যাটসম্যান তিলাক ও পান্ডিয়া। পঞ্চম বলের পর তুলে নেওয়া হয় তিলাককে।


চোটাঘাত ছাড়া কোনো কারণ ছাড়া ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেলে বা তুলে নিলে ক্রিকেটের পরিভাষায় সেটিকে বলা হয় ‘রিটায়ার্ড আউট।’ আইপিএলের ১৮ আসর মিলিয়ে এমন আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান তিলাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও