
দিনে ৮ ঘণ্টা দেড় টনের এসি চললে মাসে বিদ্যুৎ বিল কত?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:০৩
এসি ছাড়া গরমের সময় বেশ কষ্ট হয়ে যায়। অফিস, বাড়ি সব জায়গায় এসি। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু বিদ্যুৎ বিলের কথা ভেবে অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
তবে জানেন কি একটি এসি চালালে আসলে বিদ্যুৎ বিল কত আসে মাসে। একটি দেড় টনের এসি যদি দিনে ৮ ঘণ্টা টানা ব্যবহার করেন তাহলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তার একটি হিসাব করে নেই চলুন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে মাসে এসি ব্যবহারে আপনার বিদ্যুৎ বিল কতটুকু বেড়েছে।
বাজারে ১.৫ টনের এসি সবচেয়ে বেশি বিক্রি হয়। ছোট থেকে মাঝারি ঘর বা হলের ভালো ঠান্ডা রাখার জন্য, ১.৫ টনের এসি পারফেক্ট। কিন্তু অনেকেই জানেন না যে ১.৫ টনের এসি লাগালে তাদের কত বিদ্যুৎ খরচ হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিদ্যুৎ বিল
- এয়ার কন্ডিশনার