ভূমিকম্পে কী করব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪০

বড় ভূমিকম্পে ঢাকার কী হবে তা নিয়ে দীর্ঘদিনের শঙ্কা আবারও সামনে এসেছে পাশের দেশ মিয়ামমারের শক্তিশালী ভূকম্পনের ঘটনায়।


বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে প্রাণক্ষয় কমাতে মহড়া বাড়ানোর পাশাপাশি সচেতনতা তৈরিতে জোর দিতে হবে।


মিয়ানমারে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৩ হাজার ১০০ মানুষের বেশি মৃত্যুর খবর এসেছে।


ওই ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ড ও বাংলাদেশের কিছু এলাকাতেও। এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের এ প্রবণতা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্যও।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও এমন শঙ্কার কথা জানিয়ে বলেছে, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।


সংস্থাটি সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্প মোকাবিলায় সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা তৈরির পরামর্শ দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও