You have reached your daily news limit

Please log in to continue


বিছানা–গাড়ি বানিয়ে হইচই

সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা, এক ব্যক্তি বিছানায় রাখা কোলবালিশে বাঁ হাত রেখে আরাম করে বসে আছেন। ডান হাত দিয়ে একটি স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেখানেই দেখা যায় এই চিত্র।

অদ্ভুত দেখতে এই ‘বিছানা–গাড়ি’ তৈরি করেছেন ভারতীয় তরুণ নওয়াব শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সড়কে নিজের অদ্ভুত এই গাড়ি নিয়ে বের হয়েছিলেন নওয়াব। তাঁর গাড়ির কারণে সেদিন সেই সড়কে রীতিমতো যানজট লেগে গিয়েছিল।

নওয়াবের সেই বিছানা–গাড়ির ওপর ম্যাট্রেস পাতা। তার ওপর উজ্জ্বল রঙের চাদর, বালিশ। বিছানার পায়ের দিকের অংশে আবার দুটি সাইড মিরর লাগানো।

ইনস্টাগ্রামে নওয়াবের বিছানা–গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।

অন্য গাড়ির মতো নওয়াবের গাড়িতেও চারটি চাকা ও ব্রেক আছে। আছে একটি স্টিয়ারিং। ভিডিওতে একপর্যায়ে তাঁকে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে বলিউডের নায়ক শাহরুখ খানের মতো করে পোজ দিতে দেখা যায়। তারপর বসে আবার তিনি তাঁর অদ্ভুত গাড়িটি চালাতে শুরু করেন।

ওই ভিডিওর নিচে মন্তব্যের ঘর নানা মন্তব্যে ভরে ওঠে। একজন লেখেন, ‘ভারত নতুনদের জন্য নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন