
চিপ তৈরিতে একসঙ্গে কাজ করবে ইন্টেল-টিএসএমসি
যুক্তরাষ্ট্রে ইন্টেলের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট বা চিপ তৈরির কারখানা পরিচালনার জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে ইন্টেল ও টিএসএমসি। বিশ্বের সবচেয়ে বড় দুই চিপ প্রস্তুতকারকের এ অংশীদারত্ব উন্নত চিপ উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে বলে আশাবাদী প্রযুক্তিসংশ্লিষ্টরা। উদ্যোগটি যুক্তরাষ্ট্রে তৈরি সেমিকন্ডাক্টরকে বিশ্বব্যাপী আরো প্রতিযোগিতামূলক করে তুলবে। দি ইনফরমেশনের বরাতে রয়টার্সের প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলছে, সেমিকন্ডাক্টর জগৎ এক বা দুই ন্যানোমিটার সংকুচিত হয়ে এসেছে। দুই চিপ নির্মাতার চুক্তির মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত হতে পারে, ফলে চিপগুলো আরো ছোট ও শক্তিশালী হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, তাইওয়ানের শীর্ষ চিপ নির্মাতা টিএসএমসি নতুন যৌথ প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা পাবে বলে জানা গেছে। বাকি ৮০ শতাংশ কারা পাবে, তা এখনো স্পষ্ট নয়। চলতি বছরের শুরুতে টিএসমসি যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি বড় ফ্যাবলেস চিপ ডিজাইন কোম্পানি (নিজস্ব চিপ তৈরির কারখানা নেই), যেমন এসমডি, ব্রডকম, এনভিডিয়া ও কোয়ালকমের সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে বলে একাধিক প্রতিবেদনে উঠে আসে। তবে পরে এনভিডিয়া ও টিএসএমসির এক পরিচালনা পর্ষদের সদস্য এ আলোচনার বিষয়টি অস্বীকার করেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চিপ উৎপাদন
- ইন্টেল