মার্কিন শুল্কহার কমাতে তৎপর সরকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১২

বাংলাদেশের পণ্যের ওপরও বাড়তি ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। নতুন এ সমস্যার সমাধান খুঁজতে তৎপরতা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারক মহলে।


যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় চরম উদ্বেগ দেখা দিয়েছে দেশটির বাজারে পণ্য রপ্তানিকারী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। তবে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর এই পরিস্থিতি থেকে উত্তরণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর গতকাল শুক্রবার ছুটির মধ্যেই অনানুষ্ঠানিক বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, অর্থ ও বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আজ শনিবারও এ বিষয়ে প্রাক্‌-প্রস্তুতিমূলক বৈঠক করবেন সংশ্লিষ্টরা। তবে সরকারের এ তৎপরতা বাস্তবে দৃশ্যমান হবে আগামীকাল রোববার।


দীর্ঘ ছুটি শেষে আগামীকাল অফিস খুলবে। ছুটির পর প্রথম কর্মদিবসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর নীতিনির্ধারণী কর্মকর্তাদের কর্মতৎপরতার মূল ফোকাসই হবে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের নতুন শুল্কনীতির পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও