বলিউড অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন। বাবার মৃত্যুর পর নৃত্যগুরু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন অঞ্জলি।
মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অঞ্জলি। সেই সময়ে তার জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তার নৃত্যগুরু। এমনকি অঞ্জলির পরিবারের ওপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। অঞ্জলি বলেন, আমি বুঝতে পারছিলাম না, কী করব! তখন আমার মাত্র আট বছর বয়স। বাবার মৃত্যুর পর তিনি (নৃত্যগুরু) বলতে শুরু করলেন— ‘আমিই তোমার বাবা’। আমি ওর কথা বিশ্বাস করেছিলাম। কারণ আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না।