You have reached your daily news limit

Please log in to continue


নববর্ষে আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা, কীভাবে?

চৈত্রের অবসানে আসবে নতুন বছর— পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ আসতে মাত্র কয়েক দিন। বছরের শুরুর দিনে বাঙালি মেতে ওঠে হরেক পার্বনে। পূজা থেকে হালখাতা, প্রভাতফেরী, জলসা, আড্ডা, খাওয়াদাওয়া— সবমিলিয়ে জমজমাট উদযাপন। এই ভ্যাপসা গরমে সব অনুষ্ঠানে নিজেকে পারফেক্টরূপে অনন্যা করে তুলতে— চাই একটু বিশেষ নজরদারি। 

কয়েক দিনের সামান্য যত্নেই আপনিও পেতে পারেন সেই জৌলুস। আর এই বৈশাখের সাজসজ্জায় আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন একাধিক রূপটান। যেমন— কফি-দই প্যাক, কলা-অ্যালোভেরা হেয়ার মাস্ক এবং চালের গুঁড়ো-হলুদের বডি স্ক্রাব। বাড়িতে চটজলদি তৈরি করে ফেলুন এই প্যাকগুলো। চলুন জেনে নেওয়া যাক—

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন